• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০৬:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০৬:৩৫ পিএম

পাকিস্তান সফর নিয়ে ‘অবশ্যই’ গুরুত্ব দেয়া হবে ক্রিকেটারদের মতামতের

পাকিস্তান সফর নিয়ে ‘অবশ্যই’ গুরুত্ব দেয়া হবে ক্রিকেটারদের মতামতের
ছবি : বিসিবি

কয়েক দিন আগেই বিসিবির এক কর্মকর্তা জানিয়েছিলেন স্বল্প সময়ের জন্য হলে পাকিস্তানে যেতে রাজি আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার ওই মন্তব্যের পর পিসিবি থেকে বলা হয়েছিল পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই বাংলাদেশকে পাকিস্তানে নিতে চায় তারা। এই ব্যাপারে ছাড় দেয়ার মনোভাবও দেখা যায়নি পিসিবির ওই কর্মকর্তার কথায়।

সোমবার পাকিস্তান সফর ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তার উদ্দেশ্যে সাংবাদিকদের প্রশ্ন, পাকিস্তান সফর ইস্যুতে ক্রিকেটারদের মতামতকে কী গুরুত্ব দেবে বিসিবি? বিস্তারিত না বললেও এক কথায় তার জবাব, ‘অবশ্যই’, ‘অবশ্যই’। 

বিসিবি নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের অপেক্ষায় আছে বলেও জানান তিনি, ‘সরকারি একটি দল ইতোমধ্যে পাকিস্তান সফর করেছে এবং আমরা তাদের রিপোর্টের অপেক্ষায় আছি। বাংলাদেশ হাই কমিশন, এ ছাড়া যেহেতু আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে সেহেতু আইসিসির সম্পৃক্ততাও রয়েছে এখানে। সব কিছু সবার সাথে আলোচনা করেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

পাকিস্তানের বোর্ডের সঙ্গেও কথা হচ্ছে বলে জানান বিসিবি সিইও, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই ব্যপারে সিদ্ধান্ত নেয়ার। সে ক্ষেত্রে আমাদের নিরাপত্তা প্রতিনিধি যে দল গিয়েছিলেন পাকিস্তানে তাঁদের রিপোর্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হাতে পেলেই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমরা এনিয়ে কাজ করছি।’

এমএইচবি

আরও পড়ুন