• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৯, ২০১৯, ০২:৫০ পিএম

প্রিমিয়ার লীগ জয়ের আশা ছেড়ে দিয়েছেন গার্দিওয়ালা

প্রিমিয়ার লীগ জয়ের আশা ছেড়ে দিয়েছেন গার্দিওয়ালা
পেপ গার্দিওয়ালা। ছবি : সংগৃহীত

এখনো মৌসুমের মাঝপথেও যায়নি। আর এখনই ইংলিশ প্রিমিয়ার লীগ জয়ের আশা ছেড়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হেড কোচ পেপ গার্দিওয়ালা। কারণ, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ম্যানসিটি ১৪ পয়েন্টে পিছিয়ে।

গার্দিওলা বলেছেন, ‘আমরা এখন ভাবছি পরের ম্যাচে কী করব। লিভারপুলকে ধরা নিয়ে ভাবাটা এখন আর বাস্তব মনে হচ্ছে না। আমাদের এখন অবশ্য সেসব ভাবার সময় নেই। আমাদের খেলা চালিয়ে যেতে হবে। আরও অনেক টুর্নামেন্ট আছে।’

লিভারপুল সম্পর্কে তার আরও সংযোজন, ‘প্রতিপক্ষ যখন ১৬ ম্যাচে ১৫টা ম্যাচই জিতেছে, তখন বুঝতে হবে তারা দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমরাও অনেকবার পয়েন্ট খুইয়েছি। কিন্তু আমাদের কাজ করে যেতে হবে।’

এমএইচবি

আরও পড়ুন