• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ১১:৫৬ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ১১:৫৭ এএম

‘মেসির বিকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে তরুণদের’

‘মেসির বিকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে তরুণদের’
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত এক যুগে যিনি নিজেকে অপরিহার্য হিসেবে গড়ে তুলেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। তবে বয়সটা ৩০ পেরিয়েছে বহু আগেই। আর খুব বেশি দিন হয়তো কাতালানদের জার্সিতে দেখা যাবে না ফুটবলের ক্ষুদে জাদুকরকে। 

এরমধ্যেই বেশ কয়েক বার গুঞ্জন, বার্সা ছাড়ছেন মেসি । যদিও ক্লাব কর্মকর্তারা উড়িয়ে দিয়েছেন তা। কিন্তু এমনিতেও আর খুব বেশি দিন যে দেখা যাবে না মেসিকে, তা কারো অজানা নয়। তার বিদায়ের পর কী হবে বার্সেলোনার পরিকল্পনা? মেসির বিকল্পই বা কে হবে? তা নিয়েই কথা বলেছেন  ক্লাব প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউ।
 
তিনি বলেন, ‘মেসির বিকল্প পাওয়া অসম্ভব। যখন সে এখানে থাকবে না তখন আমরা বাধ্য হবো ভিন্ন উপায়ে খেলতে। আমি বলছি না যে আমরা এরই মধ্যে মেসি-পরবর্তী সময়ের ভাবনায় নিয়ে প্রস্তুতি শুরু করেছি। তবে এটা ঠিক যে আমরা দীর্ঘদিন ধরে তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতে কাজ করছি।’

তবে এখন এসব বিষয়কে চিন্তায় আনতে চান না বার্তেমেউ। বরং মেসির খেলা উপভোগ করাই শ্রেয় বলে মনে করেন তিনি, ‘তবে এখন আমাদের চিন্তা না করে উপভোগ করতে হবে। ফুটবলার হিসেবে মেসি এক নম্বর এবং কয়েক বছরের মধ্যে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারব। কারণ লিও শুধু বার্সার ইতিহাসই বদলে দেয়নি, বদলে দিয়েছে ফুটবল বিশ্বকে।’

এমএইচবি

আরও পড়ুন