• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০১:৪৫ পিএম

ছক্কার চারশ রোহিতের

ছক্কার চারশ রোহিতের
ছবি : ইএসপিএন

বড় বড় ছক্কার জন্য বিখ্যাত রোহিত শর্মা। ভারতীয় ওপেনারকে তাই অনেকে বলেন 'হিটম্যান'। ভক্তদের দেয়া এই নামের যথার্থতা প্রমান করে নিয়মিতই ছক্কা হাঁকান রোহিত। বিনোদিত করেন দর্শকদের। এবার তো ছক্কা হাঁকানোর নতুন এক মাইলফলকই স্পর্শ করে ফেলেছেন তিনি। 

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস সূচনা করতে নেমে মাত্র ১১ ওভার ৪ বলেই গড়েন ১৩৫ রানের জুটি। যেখানে ৩৪ বলে ৭১ রান করেন রোহিত। নিজের ইনিংসটিকে ৬ চারের সঙ্গে ৫টি বিশাল ছক্কার মারে সাজিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ ছক্কার মালিক এখন রোহিত। তার আগে এই মাইলফলকে পৌঁছতে পেরেছেন শুধুমাত্র ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা

১. ক্রিস গেইল - ৫৩০ ইনিংসে ৫৩৪ ছক্কা
২. শহীদ আফ্রিদি - ৫০৮ ইনিংসে ৪৭৬ ছক্কা
৩. রোহিত শর্মা - ৩৬০ ইনিংসে ৪০৪ ছক্কা
৪. ব্রেন্ডন ম্যাককালাম - ৪৭৪ ইনিংসে ৩৯৮ ছক্কা
৫. মহেন্দ্র সিং ধোনি - ৫২৬ ইনিংসে ৩৫৯ ছক্কা

আরও পড়ুন