• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:২৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:২৪ পিএম

‘আমরা জাদু জানি না, তামিম নিজেই বুঝতে পেরেছে কী করা দরকার’

‘আমরা জাদু জানি না, তামিম নিজেই বুঝতে পেরেছে কী করা দরকার’
ছবি : বিসিবি

লম্বা সময় ধরে ব্যাটে বড় রানের দেখা মিলছে না। সেই বিশ্বকাপ থেকেই অফ ফর্মে দেশসেরা ওপেনার হিসেবে খ্যাত তামিম ইকবাল। এরপর শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হিসেবে গিয়ে দলের সঙ্গে ব্যর্থ হয়েছিলেন নিজেও। এরপর লম্বা সময়ে স্বেচ্ছায় বিরতিতে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মাঝে একবার ঘরোয়া লীগে খেললেও স্ত্রীর অসুস্থতায় ফের বিরতিতে যান তিনি। 

তা কাটিয়ে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে খুব একটা ভালো না করতে পারলেও দ্বিতীয় ম্যাচে খেলেছেন ৭৪ রানের ঝকঝকে ইনিংস। অনেকে এর পেছনে কৃতিত্ব দেখান এবারের বিপিএলে তামিমের দল ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এই কোচ বলছেন, তামিম নিজেই ঠিক করেছেন তার ভুল। 

তিনি বলেন, ‘তামিমের আসলে কোনো কিছু পরিবর্তন হয়নি, সে নিজেই পরিবর্তন হয়েছে। আর সবাই মনে করে যে আমরা জাদু জানি। এগুলো আসলে কিছু না। খেলোয়াড়রা নিজেই বুঝে তার কী করতে হবে। সে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে, সে জানে তার আসলে কোন জায়গায় ভুল হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তামিম যে সমস্যাটা আগে ফেস করেছে সেটা সে নিজে আমার চেয়ে ভালো বুঝে যে কী করতে হবে। আমাকে সে যে পয়েন্টে শেষ কথাটি বলেছে সেটা সে নিজেই বের করেছে, যে এই জায়গাটার কারণে হয়তো এমন হয়েছে। সব কথা আসলে আমি আপনাদের বলতেও পারবো না। তবে আমার মনে হয় সে নিজে জানে কী করতে হবে।’

তামিমের সঙ্গে ধরিয়ে দিয়েছেন অন্যান্য ক্রিকেটারদের অফ ফর্মে যাওয়ার কারণ, ‘আমি বলব যে, আমাদের দেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় সমস্যা যখন আমরা দেখি যে কিছুক্ষণ রান না করতে পারলে একটা বাজে শট খেলে আউট হয়ে যায়। এই সময় আসলে নিজেকে ব্যাক করা খুব জরুরি। নিজের দক্ষতার ওপর বিশ্বাস করা খুবই দরকার। উইকেটটা যেহেতু ভালো, আমার মনে হয় এখানে যে কেউ টিকে থাকলে রান করতে পারবে।’

এমএইচবি

আরও পড়ুন