• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:১৮ পিএম

‘মাশরাফী তো সবসময়ই এমন’

‘মাশরাফী তো সবসময়ই এমন’
সংগৃহীত ছবি

বিশ্বকাপে অফ ফর্ম ফেলেছিল সমালোচনার মুখে। তার জবাব দিতে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কা সফরে। কিন্তু তাতে বাধা হয় চোট। যে কারণে আর লঙ্কা সফরে যাওয়া হয়নি তার। এরপর লম্বা বিরতি কাটিয়ে বিপিএলকে সামনে রেখে অনুশীলনে করতে গিয়ে আবারও চোটে পড়েন মাশরাফী বিন মোর্ত্তজা। 

অবশেষে প্রায় পাঁচ মাস পর এবারের বিপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। যেখানে প্রথম ম্যাচে ৩ ওভারে ১৮ রান দিয়ে কোন উইকেট না পেলেও পরের দুই ম্যাচে রান আটকানোর পাশাপাশি নিয়েছেন উইকেটও। সবশেষ সিলেট থান্ডারের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২৯ রান খরচায় উইকেট দুটি।

বিপিএলে মাশরাফীর দল ঢাকা প্লাটুন কোচের কাছে ব্যাপারটা ছিল অনেকটা প্রত্যাশিতই। তিনি বলেন, ‘মাশরাফী তো সবসময়ই এমন। আমার মনে হয় যখন বোলিং করে তখন ঠিক থাকে। এরকম সমস্যা ওর সারাবছরই ছিল, এরকম থাকবেও। আমার মনে হয় এভাবেই সে খেলবে আরও।’

মাশরাফীর ইনজুরি নিয়েও চিন্তিত নন সালাউদ্দিন, ‘আমার মনে হয় বোলিংয়ে একটু ছন্দ চলে আসলে আরও ভালো বোলিং করবে মাশরাফি।’

এমএইচবি

আরও পড়ুন