• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০১৯, ০৪:১১ পিএম

সাভারে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি

সাভারে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষতি

 

সাভারে রেস্টুরেন্ট ও ওষুধ এবং টেইলার্সের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এ ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় দোকানে এবং তালবাগ এলাকার দিগন্ত রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন পাশের টেইলার্সে ধরে যায়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁচ্ছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

অপরদিকে, সাভারের দিগন্ত রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে রান্না ঘরে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে  স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়ার ম্যানেজার লিটন আহমেদ জানান, নামা গেন্ডা এলাকায় দুই দোকানের অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে উভয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে একটি রেস্টুরেন্টের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।


কেএসটি