• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০১৯, ০৩:১১ এএম

জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সদস্য আটক

জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সদস্য আটক
র‌্যাব-১০ এর হাতে আটক জুয়েল-ছবি : জাগরণ

রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের এক সদেস্যকে আটক করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে র‌্যাব-১০ এর (সিপিসি-৩, লালবাগ) কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়ার্ড কমান্ডার সিনিয়র এএসপি রেজাউল করিমের নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের সদস্য জুয়েলকে (২৩) গ্রেফতার করা হয়।

জুয়েলের দেশের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জের সাহারপাড়ায়।

এ সময় তার নিকট হতে জাল সার্টিফিকেট ২১টি, জাল মার্কসীট ৩টি, সিপিইউ ২টি, মনিটর ২টি, প্রিন্টার ৩টি, স্ক্যানার ১টি, মাউস ১ টি, কী-বোর্ড ১টি, পেন-ড্রাইভ ২টি, মোবাইল ২টি ও টোনারকালি ৫টি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল দীর্ঘদিন যাবৎ জুনিয়র সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জাল করে আসছিল বলে স্বীকার করেছে। সে সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সদস্য।

এইচএম/এসএমএম