• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০২:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৮:৩৪ পিএম

স্বামীর চিকিৎসা করানো হলো না ফুলবিবির

স্বামীর চিকিৎসা করানো হলো না ফুলবিবির

স্বামীর চিকিৎসা করানো হলো না ফুলবিবির (৫৫)। এরআগেই প্রাণঘাতী সড়ক দুঘর্টনায় তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৬ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর এলিফেন্ট রোডে বাটা সিগন্যালের কাছে দুই প্রাইভেটকারের সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত ও আহতদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলায়। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, স্বামী আবুল কালামের চিকিৎসার জন্য স্ত্রী ফুলবিবিসহ একই পরিবারের ৭ জন পটুয়াখালী থেকে ঢাকায় আসেন। সকালে তারা সদরঘাট থেকে উবারের ভাড়া করা প্রাইভেটকারে ধানমন্ডির একটি হাসপাতালের উদ্দেশে রওনা হন। প্রাইভেটকারটি এলিফেন্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফুলবিবিসহ ৭ জন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফুলবিবিকে মৃত ঘোষণা করেন।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুটি প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় এক চালককে আটক করা হয়েছে। 

এইচ এম/একেএস