• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৯:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৯:৫৭ পিএম

২৫ মে সাগর মোহনায় অবরোধের ডাক মৎস্যজীবীদের

২৫ মে সাগর মোহনায় অবরোধের ডাক মৎস্যজীবীদের

আগামী ২৫ মে সাগরের মোহনায় ফিশিং বোট দ্বারা অবরোধের ডাক দিয়েছে মৎস্যজীবীরা। এর পাশাপাশি তারা এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। মৎস্যজীবীদের নিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, মৎস্য আইন সংশোধন, অধিকার প্রতিষ্ঠা ও সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে। 

এ উপলক্ষে শনিবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে মৎস্যজীবীদের সংগঠনগুলো। মানববন্ধনে সভাপতিত্ব করেন মৎস্যজীবী ঐক্য ফেডারেশনের সভাপতি রবিন্দ্র নাথ বর্মণ। উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন মিয়া - সাধারণ সম্পাদক, চরফ্যাশন ফিশিং বোট মালিক সমিতি, শাহ আলম মল্লিক - সভাপতি, চাঁদপুর ফিশিং বোট মালিক সমিতি, খায়রুজ্জামান ফয়ছাল - সাধারণ সম্পাদক, দৌলৎখা ফিশিং বোট মালিক সমিতি, আনোয়ার হোসেন সিকদার - সাধারণ সম্পাদক-মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, হারুন আকন - সদস্য, মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, আশারাফ আলী মিয়া - সভাপতি, মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, চকরিয়া, নান্নু মিয়া - সদস্য, ফিশিং বোট মালিক সমিতি, মো. নাছির খন্দকার - সদস্য, ফিশিং বোট মালিক সমিতি, মো. মোশারেফ হাওলাদার - সদস্য, গলাচিপা ফিশিং বোট মালিক সমিতি, অবিনাশ সমাজপতি - সদস্য, মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, হাছান আল মামুন (লিমন) - দপ্তর সম্পাদক, মৎস্যজীবী ঐক্য ফেডারেশন, হারুনার রশিদ ভূইয়া - সহ-সভাপতি, সংযুক্ত শ্রমিক ফেডারেশন, আবু সাঈদ সাদী, মনিরুল ইসলাম খন্দকার - যুগ্ম সাধারণ সম্পাদক, মৎস্যজীবী ঐক্য ফেডারেশন প্রমুখ। মানববন্ধনে জানানো হয়, ঐদিন দাবি না মানা হলে আরো বড় কর্মসূচি দেয়া হবে সংগঠনের পক্ষ থেকে। 

টিএস/ এফসি