• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০১৯, ০৪:৩৫ পিএম

এক রাস্তাই বদলে দিয়েছে দৃশ্যপট

এক রাস্তাই বদলে দিয়েছে দৃশ্যপট

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও জামে মসজিদ ঘেঁষা বিশাল রাস্তাটি ওই এলাকার দৃশ্যপট আমূল বদলে দিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গণপূর্ত অধিদপ্তর এই রাস্তা নির্মাণ করছে।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, দুই লেনের রাস্তাটির দৈর্ঘ্য ৫০০ মিটারেরও বেশি, প্রস্থও ১০০ মিটারের কম নয়। রাস্তাটি নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে শুরু হয়ে ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও জামে মসজিদ হয়ে শ্যামলী-আগারগাঁও সড়কে মিশেছে।

এখনও রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়নি। বাকি আছে ফুটপাথ নির্মাণ ও রাস্তার চারপ্রান্তের কিছু ফিনিশিং টাচ। এসব সম্পন্ন হলেই রাস্তাটি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়ার কথা শোনা গেছে।

ইসলামি ফাউন্ডেশনের বিপরীত লেনের পাশে নির্মাণ করা হচ্ছে পর্যটন বিভাগের প্রধান কার্যালয়। সব মিলিয়ে পুরো এলাকাটি দৃষ্টিনন্দন হয়ে উঠবে। 

শুক্রবার (১৪ জুন) দুপুরে রাস্তায় গেলে দেখা যায়, তখন নির্মাণ কাজে ব্যবহৃত কিছু যানবাহন ছিল, কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। তাদের ধারণা- আগামী এক মাসের মধ্যে এই রাস্তার কাজ পুরোপুরি শেষ হবে, এর পরই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

আরএম/ এফসি