• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৩:১৪ পিএম

ছবির গরমিলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নিয়ে বিপত্তি

ছবির গরমিলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নিয়ে বিপত্তি

ছবির গরমিলে নার্সিং কলেজের শিক্ষার্থী রিয়াদের রেজিস্ট্রেশন হচ্ছেনা। কর্তৃপক্ষের উদাসীনতায় তার শিক্ষা জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছেন ওই শিক্ষার্থী। অনলাইনে ফরম পূরণ করার সময় যে ছবি দিয়েছিল রেজিস্ট্রেশনের সময় নতুন ছবি দেয়ায় বিপত্তি দেখা দিয়েছে। 

মঙ্গলবার (১৬ জুলাই) ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা কমিউনিটি নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন। 

তিনি বলেন, নার্সিং কলেজে বিজ্ঞপ্তি দেখে তিনি অনলাইনে ফরম পূরণ করেন। ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে ক্লাস শুরু করেন তিনি। কিন্তু রেজিস্ট্রেশন করতে গিয়ে বাধে বিপত্তি। অনলাইনে যে ছবি দিয়েছিলেন তার সঙ্গে বর্তমানের ছবি মিল না হওয়ায় নার্সিং কলেজ রেজিস্ট্রেশন করতে গড়িমসি করছে। এ অবস্থায় তার শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখোমুখি হয়ে পড়েছে। এ সমস্যা নিরসনে তিনি শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বরগুনা জেলার বেতাগি থানাধীন পূর্ব বুড়া মজুমদার গ্রামের বাসিন্দা রিয়াদ হোসেন।

এইচ এম/টিএফ