• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ১১:১৭ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০১৯, ১১:১৭ এএম

মশা দিবস আজ 

ডেঙ্গুরোধে ঢাকার দুই সিটিতে মশক নিধন অভিযান 

ডেঙ্গুরোধে ঢাকার দুই সিটিতে মশক নিধন অভিযান 
মশা নিধনে ঢাকা সিটি করপোরেশনের অভিযান- ফাইল ছবি

আজ মশা দিবস। আর এ দিনেই মশা নিধন অভিযান শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় তিনি মশার প্রজনন স্থল ঘুড়ে দেখেন। একই সঙ্গে মেয়র হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত  রোগীদের দেখতে যাওয়ার কথা রয়েছে। 

এ সময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সকল সদস্য,স্কাউট, নগরের স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা অভিযানে অংশ নেন। 

অন্য দিকে ঢাকা উত্তর সিটির মেয়র অতিকুল ইসলাম আজ নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু করেছেন। এসময় মশার প্রজননস্থল পরিদর্শন করবেন। এ সময় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডেও পরিচ্ছন্ন বিভাগেরকর্মীরা অংশ নেন। পাশাপাশি স্থানীয় প্রভাবশালী বিভিন্ন পর্যায়ের মানুষজন এতে  অংশ নেন। নগরবাসীকে সচেতনতা বাড়াতে এই অভিযান চালানো হয়। 

দুই সিটির বিভিন্ন স্থরের মানুষ মেয়রদের  প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দুজনেই অযোগ্য মেয়র কারণ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহন করার মতো কোনো দৃষ্টান্ত তারা দেখাতে পারেনি। নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এ সময় দুই মেয়র অভিযান নিয়ে ব্যস্ত যা নগরবাসীর কোন কাজে আসছে না। তারা নগরবাসীকে নিয়ে তামাশা করছে।

টিএইচ/বিএস  
 

আরও পড়ুন