• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৭:১৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০১৯, ০৭:১৮ পিএম

দাবি পরিবেশবাদীদের

মশা নিধনে সুপরিকল্পিতভাবে কাজ করছে না সরকার

মশা নিধনে সুপরিকল্পিতভাবে কাজ করছে না সরকার
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পরিবেশবাদীদের গণসমাবেশ - ছবি : জাগরণ

সরকারের অবহেলার কারণে ডেঙ্গু আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। সরকার এখনও মশা নিধনে সুপরিকল্পিত ও পূর্ণ শক্তিতে কাজ করছে না। সরকার মশার বংশ বিস্তার রোধে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক গণসমাবেশে পরিবেশবাদীরা এ অভিযোগ করেন। “ভয়াবহ ডেঙ্গু মোকাবেলায় শুধু ঢাকা নয়, সারা দেশের মশার প্রতিটি জন্ম ও আবাসস্থল ধ্বংস কর! সকল স্থানীয় সরকার-পৌরসভা-ইউনিয়ন-ওয়ার্ড-জনস্বাস্থ্য-শিক্ষা-সংস্কৃতি-ক্রিড়া-শিল্প-ব্যবসা-নির্মাণ-সামাজিক প্রতিষ্ঠান; সাংসদ-জননেতা ও নাগরিককে জরুরী পরিচ্ছন্নতা কাজে যুক্ত কর!” দাবিতে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ও গ্রীনভয়েসের প্রতিষ্ঠাতা সমন্বয়ক আলমগীর কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট-এর সহ-সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, শরীফ জামিল, বাপা নির্বাহী কমিটির সদস্য ড. মাহবুব হোসেন, পিএইচএম-বাংলাদেশ-এর সমন্বয়ক আমিনুর রসুল, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহম্মেদ কামরুজ্জামান মজুমদার, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইবনুল সাঈদ রানা, প্রকৃতি ও নগর সৌন্দর্যবিদ রাফেয়া আবেদীন, কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আমিন, গবেষক একরাম হোসেন, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ এর সভাপতি নাজিম উদ্দিন, আদি ঢাকাবাসী ফোরাম এর সভাপতি জাভেদ জাহান প্রমুখ। 

আরো উপস্থিত ছিলেন বাপার সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, নির্বাহী সদস্য ও বিশিষ্ট মানবাধিকারকর্মী জাকির হোসেন, সিডিপির খোকন সিকদার, পরিবেশ রক্ষা এখনই এর সমন্বয়ক জহুরুল ইসলাম, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনাল এর সাধারণ সম্পাদক সোহাগ মহাজন প্রমুখ।

সমাবেশ থেকে দ্রুত ভালো ওষুধ আমদানি, মশা নিধন, জলাধারগুলোতে মশাখেকো মাছ ছাড়ার ব্যবস্থা নেয়ার দাবিসহ বিভিন্ন ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন পরিবেশবাদীরা।

টিএস/ এফসি

আরও পড়ুন