• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৫:২৬ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৫:২৭ পিএম

চুরি হাট্টার আগুনে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের পাশে ডিএসসিসি

চুরি হাট্টার আগুনে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের পাশে ডিএসসিসি
দোকান ও চাকরি বরাদ্দ এবং আর্থিক সহায়তা তুলে দেন সাঈদ খোকন ● সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়ি হাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে পুনর্বাসনে সহায়তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সহায়তার অংশ হিসেবে ২১ জনকে চাকরি, ২ জনকে দোকান এবং ৪ জনকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নগর ভবনের ব্যাংক চত্বরে ক্ষতিগ্রস্ত-নিহতদের স্বজনদের পুনর্বাসনকল্পে দোকান ও চাকরি বরাদ্দ এবং আর্থিক সহায়তা তুলে দেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। এ সময় উচ্চশিক্ষিত ৪ জনকে আগামী দুই সপ্তাহের মধ্য চাকরি দেয়ার ঘোষণা দেন সাঈদ খোকন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়ি হাট্টায় আগুন লেগে ৭১ জনের মৃত্যু হয়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার কেমিকেল গোডাউনসহ বহু স্থাপনা। নিহতদের মধ্যে জুম্মন নামে এক ব্যক্তির ছেলে আসিফ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

এইচএম/এসএমএম