• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৫:১০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৫:১০ পিএম

পপুলার মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

‘ভাষা আন্দোলন : ঢাকা মেডিকেল কলেজ ও চিকিৎসব সমাজ’ শীর্ষক একটি গবেষণাকর্ম পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাড়ের অধ্যাপক ড. মেসবাহ্ কামাল।

পপুলার মেডিকেল কলেজ আয়োজিত ‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : তাৎপর্য ও বর্তমান প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজ ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. মেসবাহ্ কামাল। এ সময় তিনি উল্লেখিত বিষয়ে গবেষণাকর্ম পরিচালনার জন্য নীতিগতভাবে সম্মত হন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুল্লাহের সভাপতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপদেষ্টা ও প্রতিষ্ঠা অধ্যক্ষ টিআইএম আবদুল্লাহ আল ফারুক। 

এসএমএম