• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৮:০০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৮:০০ পিএম

ডেঙ্গুর ঝুঁকিতে উত্তর ও দক্ষিণ সিটির ১১টি ওয়ার্ড

ডেঙ্গুর ঝুঁকিতে উত্তর ও দক্ষিণ সিটির ১১টি ওয়ার্ড

রাজধানীর উত্তরের ৬টি এবং দক্ষিণের ৫টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে মশার ঘনত্ব নির্ণয়ে জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি।

সংস্থাটি জানায়, উত্তর ঢাকার ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো হলো ১, ১২, ১৬, ২০ এবং ৩১ নং ওয়ার্ড। দক্ষিণের ৫, ৬, ১১, ১৭, ৩৭ ও ৪২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি রয়েছে।

এ সময় জানান হয়, ঢাকার ৪০ ভাগ নির্মাণাধীন ভবন ডেঙ্গুর বাহক এডিস মশার আবাসস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই সিটির ১০০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডে মশার ঘনত্ব সবচেয়ে বেশি।

গতবছর ডেঙ্গু মহামারি আকার নিলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক'শ মানুষের মৃত্যু হয়। আর আক্রান্ত হয়ে চরম দুর্ভোগ পোহান কয়েক হাজার মানুষ।

এসএমএম