• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০, ০৭:১০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০২০, ০৭:১৬ পিএম

রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ

পানি সংকট নিরসনে তৎপর ওয়াসা

পানি সংকট নিরসনে তৎপর ওয়াসা

মড্স জোন-১০ এর আওতাধীন রাজধানীর পূর্ব শেওড়াপাড়া-৩ (মাহফুজ ক্লিনিক) পাম্পের পানি সরবারহ এলাকার কিছু গ্রাহক পানি না পাওয়ার অভিযোগ করেন। রোববার সকালে কারিগরী কারণে ওই পাম্পটির উৎপাদন কমে যাওয়ায় স্বাভাবিক পানি সরবরাহে কিছুটা সমস্যা দেখা দেয়। সমস্যার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ থেকে সংস্থার প্রধান প্রকৌশলী নিজে উপস্থিত হয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং সমস্যাটি দ্রুত সমাধানে আশ্বস্ত করেন। 

বর্তমানে পুর্ব শেওড়াপাড়ায় রাসেল চেম্বার ও অরবিট গলি এলাকায় প্যারেড স্কয়ার-১, শেওড়াপাড়া-৩ (মাহফুজ ক্লিনিক) এবং শেওড়াপাড়া-৪ পানির পাম্পের সমন্বয়ে রেশনিংয়ের মাধ্যমে ওই পাম্প এলাকার গ্রাহকদের পানি সরবরাহ করা হচ্ছে। ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ. এম. মোস্তফা তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্যারেড স্কয়ার-১ ও  শেওড়াপাড়া-৪ পানির উৎপাদনও আগের তুলনায় অনেক কমে যাওয়ায় বর্তমানে জামতলা বৌবাজার নামক স্থানে নতুন স্লুইচ ভালভ্ স্থাপন করে রেশনিংয়ের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। ফলে গত সপ্তাহের তুলনায় বর্তমানে সংশ্লিষ্ট  এলাকায় পানি সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে উল্লেখিত এলাকায় ইতিমধ্যেই নতুন  পাম্প স্থাপনের লক্ষ্যে রিগ পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে এ তা সম্পন্ন করা সম্ভব হবে। আর এ সময় রেশনিং করে এবং প্রয়োজনে পানির গাড়ি দিয়ে গ্রাহকদের কাছে পানি সরবরাহ নিশ্চিতকরণ অব্যাহত থাকবে।

এরআগে পানির দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই এলাকার বাসিন্দারা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে কয়েকশ’ বিক্ষোভকারীকে দেখা যায়। বিক্ষোভকারীরা কলস-পাতিলসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন। এ সময় তাদের হাতে ‘পানি নাই, পানি চাই’ স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা মিরপুর-ফার্মগেট সড়কে অবস্থান নেন। ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।

ঘণ্টাখানেক সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা পানির দাবিতে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। পরে তারা মূল সড়ক ছেড়ে দিয়ে দুই পাশে অবস্থান নেন। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি জানান, মিরপুরের শ্যাওড়াপাড়ার যে অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে, সেটি ঢাকা ওয়াসার মডস ১০ জোনের মধ্যে পড়েছে। পুলিশের পল্লবী জোনের এসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পানির জউন্য সড়ক অবরোধ করেছিলেন শেওড়াপাড়ার বাসিন্দারা। পরে তারা সড়ক থেকে সরে যান।