• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০১৯, ১২:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০১৯, ০৩:৫৪ পিএম

ফজল মাহমুদকে ফ্লাইট থেকে প্রত্যাহার, কাতার পৌঁছেছে পাসপোর্ট

ফজল মাহমুদকে ফ্লাইট থেকে প্রত্যাহার, কাতার পৌঁছেছে পাসপোর্ট
পাইলট ফজল মাহমুদ -সংগৃহীত

প্রধানমন্ত্রীকে আনতে কাতার যাওয়া বিমানের পাইলট ফজল মাহমুদকে ভিভিআইপি ফ্লাইট থেকে প্রত্যাহার করা হয়েছে। কাতার ইমিগ্রেশন পুলিশের কাছে আটক এই পাইলটের পাসপোর্ট পৌঁছানো হয়েছে। আইন অনুস্মরণ করে শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার (৫ জুন) সফররত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে বিমানের বোয়িং ৭৮৭ মডেলের ড্রিমলাইনার নিয়ে কাতার যান পাইলট ফজল মাহমুদ। নিজের পাসপোর্ট সঙ্গে না থাকায় রাতে তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়। পরে গতকাল সন্ধ্যায় ফজল মাহামুদের পাসপোর্ট কাতারে পাঠানো হয়। 

বিমান মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক দৈনিক জাগরণকে বলেন, ‘পাইলট তার নিজের পাসপোর্ট সঙ্গে না নিয়ে দায়িত্বে অবহেলা করায় তাকে প্রাথমিকভাবে ভিভিআইপি ফ্লাইট থেকে প্রত্যাহার করা হয়েছে। তার পাসপোর্ট কাতার ইমিগ্রেশন পুলিশের কাছে পৌঁছানো হয়েছে। যথাযথ আইন অনুস্মরণ করে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।’

অপর এক প্রশ্নের জাবাবে সচিব বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।’  

এমএএম/বিএস