• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ১০:১৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ১০:২২ এএম

১৬ ঘণ্টায় উদ্ধার হয়নি লাইনচ্যুত ওয়াগন

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ 

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ 

১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি বুধবার সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি দিঘলকান্দি এলাকায় আউটার সিগন্যালে লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন। রাতে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন অভিযান শুরু করলেও বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে উদ্ধার কাজ থমকে যায়।

তবে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খোন্দকার শহিদুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাইনচ্যুত তিনটি ওয়াগন উদ্ধার হয়েছে। বিকেল নাগাদ উদ্ধারকাজ শেষ হবে।

তিনি বলেন, রাতে উদ্ধারকাজ শুরু হলেও বেশি দূর এগুতে পারেনি। আজ সকাল থেকে জোরেশোরে উদ্ধারকাজ শুরু হয়েছে। দূর্বল ও পুরনো রেল হওয়ায় এবং লোড বেশি থাকায় এমনটা হয়েছে বলে জানান তিনি। 

এ ঘটনার পর থেকে গত ১৬ ঘণ্টা ধরে রাজশাহী-ঢাকা, রাজশাহী-খুলনা এবং  রাজশাহী-পার্বতীপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

আরআই