• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৬, ২০১৯, ০৯:২৩ এএম

যশোরে বন্দুকযুদ্ধে নিহত শিশু ধর্ষণ-হত্যার প্রধান আসামি

যশোরে বন্দুকযুদ্ধে নিহত শিশু ধর্ষণ-হত্যার প্রধান আসামি


যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন আট বছরের শিশু তৃষা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শামীম। মঙ্গলবার মধ্যরাতে শহরের খোলাডাঙা এলাকায় এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। 

আজ বুধবার সকালে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি জানান, তৃষা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি ছিলেন শামীম (৩০)। এর আগেও তাঁর বিরুদ্ধে ধষর্ণসহ একাধিক মামলা ছিল।

ওসি আরও জানান, মঙ্গলবার দিবাগত মধ্য রাতে খোলাডাঙার বাড়িতে শামীম অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ তাঁকে ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীম পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে শামীম গুলিবিদ্ধ হয়। আহত শামীমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত শিশু তৃষা যশোরের কারাবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত রোববার বিকেলে নিখোঁজ হয় সে। পরে সোমবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের গর্ত থেকে তৃষার লাশ উদ্ধার করা হয়। সন্দেহভাজন হত্যাকারী শামীমের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার এলাকাবাসী ও তৃষার সহপাঠীরা যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।

আরআই