• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৮, ০৩:৩৯ পিএম

আজ শেষ হচ্ছে আয়কর মেলা

আজ শেষ হচ্ছে আয়কর মেলা
আয়কর মেলায় করদাতাদের উপচেপড়া ভিড়

 

 

‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’- স্লোগানকে ধারণ করে শেষ হচ্ছে এবারের আয়কর মেলা। সোমবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় এ মেলার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে।


দেশজুড়ে অনুষ্ঠিত এ মেলার সমাপনী অনুষ্ঠান হবে রাজধানীর বেইলে রোডের অফিসার্স ক্লাবে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলার ষষ্ঠদিন রোববার ৩৪১ কোটি ২৯ লাখ ৪৭৬ হাজার টাকার আয়কর আহরিত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) মেলায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উল্লখ্যে, ২০১০ সাল থেকে শুরু হওয়া আয়কর মেলার পরিধি এবং মেলার মাধ্যমে আয়কর বিভাগের পরিসর বৃদ্ধির চেষ্টা চলছে। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এবারের মেলায় ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৩২টি উপজেলায় ২ দিন এবং ৭০টি উপজলোয়  দিনব্যাপী আয়কর মেলা হচ্ছে।


কেএ/টিএফ/জেডএস