• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৮, ০৯:৪৭ পিএম

৭ দিনে রেকর্ড পরিমাণ কর আদায়

৭ দিনে রেকর্ড পরিমাণ কর আদায়
বরিশালে আয়কর মেলার শেয় দিনের দৃশ্য -ছবি: জাগরণ

 

শেষ হলো সাতদিনের আয়কর মেলা।দেশজুড়ে অনুষ্ঠিত এ মেলায় রেকর্ড পরিমাণ কর আয়কর আদায় হয়েছে। যার পরিমাণ ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। 

সোমবার (১৯ নভেম্বর) মেলা শেষে সন্ধ্যা ৭টায় অফিসার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি প্রধান অতিথি ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন আয়কর মেলা ২০১৮ এর সমন্বয়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর দেওয়া এখন কোনো ভীতি বা হয়রানির বিষয় নয়। এটি এখন আনন্দের, বড় গর্বের বিষয়। পৃথিবীর কোনো দেশ এ ধরনের কর মেলার আয়োজন করে না। শুধু আমরাই করছি। 
 
মেলার শেষদিন আয়কর মেলা পরিদর্শন করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম, ড. মোহাম্মাদ আব্দুল মজিদ এবং ড. নাসির উদ্দিন আহমেদ। 

এনবিআর জানায়, এবারের মেলায় বিশেষ আকর্ষণ ছিল অনলাইন আয়কর রিটার্ন দাখিল। সারাদেশে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৭৭০ জন করদাতা এবং ই-পেমেন্টের মাধ্যমে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৮৫ টাকা আয়কর প্রদান করেছেন।

কেএ/বিএস