• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ০৩:৪১ পিএম

শাহাজালালে পৌনে ২  কোটি টাকার ওষুধ জব্দ

শাহাজালালে পৌনে ২  কোটি টাকার ওষুধ জব্দ

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ৫ যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ এক কোটি ৭৯ লাখ টাকা পরিমানের বিদেশি ওষুধ জব্দ করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড.  সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দাদের দেয়া তথ্য মতে, মঙ্গলবার (১৯ মার্চ) তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টিকে-৭১২ ফ্লাইটে বাংলাদেশে আসা আবু ইউসুফ, মনির ব্যাপারী, ইয়াসমিন, হাসিনা আলম ও মোঃ আলমগীর নামের এই ৫ যাত্রীর লাগেজ থেকে ওই ওষুধ উদ্ধার করা হয়েছে। যাত্রীরা তাদের লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এরপরই আমদানি নিষিদ্ধ ওই ওষুধ যাত্রীদের লাগেজ থেকে উদ্ধার করে আটক করে শুল্ক গোয়েন্দাদের একটি দল। 

পরে জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৩২০ টাকা বলে জানায় সংশ্লিষ্টরা। জব্দকৃত ওষুধের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এইচএম/এস_খান