• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০১:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০১৯, ১০:৪৯ পিএম

অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক মন্ত্রী মেনন

অল্পের জন্য রক্ষা পেলেন  সাবেক মন্ত্রী মেনন
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার (ইনসেটে রাশেদ খান মেনন)- ছবি : জাগরণ

অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাবেক মন্ত্রী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মহাখালী পুলিশ বক্সের সামনে বলাকা বাস সার্ভিসের একটি বাস মেননের বহনকারী প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এ সময় গাড়ির ভেতরে ছিলেন রাশেদ খান মেনন। তিনি হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি সামান্য ক্ষতি হলেও মেনন অক্ষত ছিলেন।

বাস এবং চালককে আটক করেন কর্তবরত ট্রাফিক সার্জেন্ট। জিজ্ঞাসাবাদে চালক জানায়, বাসটির কোনো কাগজপত্র নেই, চালকেরও লাইসেন্স ছিলনা, এমনকি গাড়ির ফিটনেসও ছিল না। 

বাস এবং চালক বনানী থানায় আটক রয়েছে বলে ওয়ার্কার্স পার্টির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাহো/এসএসএম