• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৯, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০১৯, ০৩:৩৫ পিএম

গুলিস্তানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণে আইএসের দায় স্বীকার

গুলিস্তানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণে আইএসের দায় স্বীকার
সাইট ইন্টেলিজেন্স -এর ওয়েবসাইটে পুলিশের ওপর বোমা হামলার তথ্য - ছবি : ইন্টারনেট

পুলিশের ওপর বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বার্তাসংস্থা এএফপি এখবর দিয়েছে। এতে বলা হয়েছে, জিহাদি কর্মকাণ্ডের ওপর নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স আইএসের স্বীকারোক্তির এ তথ্য জানিয়েছে। 

সাইট ইন্টেলিজেন্সও এ নিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় পর প্রথমবারের মতো বাংলাদেশে হামলার কৃতিত্ব দাবি করেছে আইএস। ঢাকায় পুলিশের ওপর বোমা হামলার দায় স্বীকার করেছে তারা। এএফপি লিখেছে, রাজধানীর গুলিস্তানে একটি মার্কেট এলাকায় পুলিশের ওপর ওই বিস্ফোরণ হয়। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হন।

উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় ককটেল (বোমা) হামলায় ৩ পুলিশ সদস্য আহত হন। বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় ২ মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ঘটনার সময় ওই এলাকার আহাদ পুলিশবক্স লক্ষ্য করেও বোমা হামলা চালানো হয়।

আহতরা হলেন, ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), মো. লিটন এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)। তাদেরকে প্রথমে রাজারবাগ পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বলেছেন, হঠাৎ করে এ ধরনের হামলা কেন- তার গভীরে খোঁজ নেয়া হচ্ছে। হামলাকারী কে বা কারা তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

জেড এইচ/ এফসি