• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০১৯, ০৩:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০১৯, ০৯:৩২ পিএম

খাদ্যে ভেজাল রোধে প্রয়োজনে শাস্তি মৃত্যুদণ্ড : খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজাল রোধে প্রয়োজনে শাস্তি মৃত্যুদণ্ড : খাদ্যমন্ত্রী

খাদ্যে ভেজালকারীদের কোনো প্রকার ছাড় দেয় হবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভেজালকারীদের প্রতিরোধ করতে প্রয়োজনে বর্তমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান করার প্রস্তাব করা হবে।

রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ের ২ নম্বর গেটে নিরাপদ খাদ্য ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী পায়রা এবং বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী নিরাপদ খাদ্য কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশে খাদ্যে ভেজাল মেশানো হয় না। আমাদের ব্যবসায়ীদের এমন মানসিকতা থেকে সরে আসতে হবে। না হলে মৃত্যুদণ্ডের বিধান রেখে বর্তমান আইন সংশোধনের প্রস্তাব করা হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ভেজাল প্রতিরোধে কেবল আইন করলেই হবে না, নাগরিক সচেতনতাও বাড়াতে হবে। সাধারণ মানুষ সচেতন থাকলে এই আইনের প্রয়োজন হয় না।

তিনি বলেন, খাদ্যে এখন আর আগের মতো ভেজাল নেই। ভেজাল দেয়ার প্রবণতা অনেকটা কমে এসেছে। মানুষের মধ্যে সচেতনতাও বাড়ছে। এর পাশাপাশি সারাবছর খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

এমএএম/বিএস