• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০৪:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০১৯, ০৫:০৫ পিএম

‘চাকরি হারাতে পারেন জামালপুরের ডিসি’

‘চাকরি হারাতে পারেন জামালপুরের ডিসি’
জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর- ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, অপরাধ-অনৈতিকতার প্রমান মিললে চাকরি হারাতে পারেন সদ্য ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর। তবে বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। এর আগে সকাল দশটায় প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম- ছবি: জাগরণ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাবেক ডিসি আহমেদ কবীরের প্রকাশিত ভাইরাল হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি। কমিটি তার অপরাধ কতটুকু হয়েছে, কোন ষড়যন্ত্র ছিল কিনা, সেসব বিষয় নিয়ে তদন্ত করছে। অনৈতিকতার প্রমান মিললে তিনি (ডিসি) চাকরি হারাতে পারেন। কম অপরাধ হয়ে থাকলে পদাবনতিও হতে পারে বলে জানান সচিব। তদন্তে কালক্ষেপণ হবে না বলে দাবি করেন তিনি।

এমএএম/টিএফ
 

আরও পড়ুন