• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৭, ২০১৯, ০২:৩১ পিএম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী আহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী আহত
ফাইল ছবি

রাজধানীর সায়েদাবাদ এলাকায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা  দেয়া হচ্ছে।  

শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

এবিষয়ে ওয়ারী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল সরকার জানান, সকালে সায়েদাবাদ রেললাইনে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলছাত্রী তানিয়া। স্থানীয়  পথচারী বাবুল হোসেন তানিয়াকে উদ্ধার করে পার্শ্ববর্তী সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত তানিয়ার বাবা-মা ঢামেকে আসেন। মা রিনা বেগম জানান, তাদের বাসা খিলগাঁও ভুঁইয়াপাড়ার সিপাহীবাগ। তানিয়া ভুঁইয়াপাড়া শান্তিপুর আইডিয়াল স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। সকালে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয় তানিয়া। কিন্তু কি কারণে সে সায়েদাবাদ এলাকায় গিয়েছে তা আমাদের জানা নেই।

এইচএম/বিএস 
 

আরও পড়ুন