• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ০২:৩১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ০২:৪২ পিএম

জেনেভা ক্যাম্পে বিহারি-বাঙালি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

জেনেভা ক্যাম্পে বিহারি-বাঙালি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ
মোহাম্মদপুরে বিহারীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ঘে বেশ কয়েক জায়গা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে -ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় পুলিশের সাথে অবাঙালিদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বিহারীদের সঙ্গে স্থানীয়দের বিতর্কের জেরে এ সংঘর্ষ চলছে।

পুলিশ বলেছে, স্থানীয় বাড়ির মালিকদের সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে বিহারীদের মারামারি ঠেকাতে গিয়ে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকবার শটগান থেকে কয়েক রাউন্ড গুলি এবং টিয়ারসেল নিক্ষেপ করেছে। সংঘর্ষের ফলে ওই এলাকার সড়ক সাময়িক বন্ধ রয়েছে।

শটগানের গুলিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এইচএম/এসএমএম