• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ০৯:৪৪ পিএম

শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনে সোয়া কোটি টাকার স্বর্ণ 

শাহজালাল বিমানবন্দরের ডাস্টবিনে সোয়া কোটি টাকার স্বর্ণ 
ফাইল ফটো

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ডাস্টবিন থেকে সোয়া কোটি টাকার ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো ওই সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের  মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম  এই তথ্য নিশ্চিত করেন। 

শুল্ক গোয়েন্দা বলেন, আজ বিকেলে অ্যাপ্রোনের ১০ নম্বর বোর্ডিং ব্রিজের নিচের ডাস্টবিনের ভেতরে প্লাস্টিকের পেপার ও কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত (মালিক বিহীন) অবস্থায়  ২০টি সোনার বার (যার মোট ওজন ২৩২৪ গ্রাম) উদ্ধার করা হয়। যার মোট মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচ এম/ এসএইচএস