• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০১৯, ০৬:৩৯ পিএম

বিমান ছিনতাই চেষ্টা : ৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বিমান ছিনতাই চেষ্টা : ৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
ছবি: ফাইল ফটো

 

বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীসহ ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত ও এক কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোমবার (০৪ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের সদস্য পোস্ট সুপারভাইজার সার্জেন্ট সাজেদুল ইসলামকে প্রত্যাহার করে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীতে সংযুক্ত করা হয়েছে। আর পাঁচ কর্মী অভ্যন্তরীণ টার্মিনালের সশস্ত্র নিরাপত্তা প্রহরী ইউনুস হাওলাদার, হেভি লাগেজ গেটে (উত্তর) স্ক্যানিংয়ের নিরাপত্তা সুপারভাইজার লেহাজ উদ্দিন ভূঁইয়া, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কেবিন ব্যাগেজ স্ক্যানিং গেটের অপারেটর আনসার সদস্য আলীম হোসেন, বডি সার্চার আনসার সদস্য মাহফুজুর রহমান ও হেভি লাগেজ গেট উত্তরের বডি সার্চার আনসার সদস্য সাদ্দাম হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে।

এইচ এম/বিএস