• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৯, ০৪:০৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০১৯, ০৪:০৭ পিএম

‘৮ তলা থেকেই এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত’

‘৮ তলা থেকেই এফ আর টাওয়ারে আগুনের সূত্রপাত’
দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান- ফাইল ছবি

 

এফ আর টাওয়ারের ৮ তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেছেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে উপরের দুটি ফ্লোর ৯ ও ১০ তলা ক্ষতিগ্রস্থ হয়। ভবনটির ১১, ১২ এবং ১৩ তলায় ধুয়ার কারণে হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।  

ত্রান প্রতিমন্ত্রী বলেন, এফ আর টাওয়ারে অগ্নি নির্বাপনের সময় ফায়ার সার্ভিস যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এ সময় উপস্থিত  মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরাও সন্তোষ প্রকাশ করেছেন। তবে সেখানে অগ্নি নির্বাপক যন্ত্রের অভাব ছিল। 

বিস্তারিত আসছে....

এমএএম/টিএফ