• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ চৈত্র ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৪:১৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৪:১৯ পিএম

গণপূর্তের দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব  

গণপূর্তের দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব  

ঘুষ ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাবেক অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাই এর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিআইসি বিভাগ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাদের ব্যাংক হিসাব তলব করে সিআইসির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়া হয়।

যুবলীগ নেতা জি কে শামীম আটক হওয়ার পর গণপূর্ত অধিদফতরের বিভিন্ন কাজ পেতে সেখানকার ২ কর্মকর্তাকে দেড় হাজার কোটি টাকা ঘুষ দেয়ার বিষয় ফাঁস হয়। এছাড়া আরও অনেক অভিযোগে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাদের একাউন্ট লেনদেন, কোন হিসাব থেকে কোন হিসাবে লেনদেন, অবৈধ কিছু ঘটেছে কি না? তা তদন্ত করতেই এই তলব বলছে এনবিআর।

এআই/একেএস

আরও পড়ুন