• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ০৮:১৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ০৮:৩৫ এএম

সদরঘাটে লঞ্চে বাবুর্চি খুন, ঘাতক পলাতক

সদরঘাটে লঞ্চে বাবুর্চি খুন, ঘাতক পলাতক

সদরঘাট টার্মিনালে একটি লঞ্চের ভেতরে রুবেল মুন্সি (২৩) নামে এক বাবুর্চিকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। রান্নাঘরে তরকারি কাটা নিয়ে বাকবিটণ্ডার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবুর্চির সহকারী ইসতি (২০) পলাতক রয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে টার্মিনালের ২নং ঘাটে কিত্তনখোলা-২ নামের লঞ্চে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ কর্মচারীকে কোতয়ালী থানায় নিয়েছে সদরঘাট নৌ ফাঁড়ির পুলিশ।

স্বজনরা জানায়, নিহতের রুবেল মুন্সির বাড়ি পটুয়াখালি সদর থানাধীন শিয়ালী এলাকায়। তিনি কিত্তনখোলা-২ লঞ্চে তিনি বাবুর্চির কাজ করতেন।

কিত্তনখোলা-২ লঞ্চের কর্মচারী আবু তালেব জানান, শুক্রবার বিকালে লঞ্চের রান্নাঘরে অন্যান্য কর্মচারীদের নিয়ে রান্নার আয়োজন চলছিল। এ সময় তরকারি কাটা নিয়ে রুবেলের সঙ্গে ইসতির কথা কাটাকাটি হয়। রুবেল গালমন্দ করলে ইসতি ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তরকারি কাটার বটি দিয়ে রুবেলকে এলোপাতাড়ি কোপায়। এতে রুবেল মেঝেতে পড়ে গেলে ইসতি লঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ইমরান উকিল জানান, লঞ্চের ভেতর লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের ৪ জন স্টাফকে থানায় আনা হয়েছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচএম/একেএস

আরও পড়ুন