• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০১৯, ০৩:১৩ পিএম

পোস্তগোলায় জাল টাকা তৈরির মেশিনসহ আটক ২

পোস্তগোলায় জাল টাকা তৈরির মেশিনসহ আটক ২

 

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলার নতুন রাজাবাড়ী থেকে জাল টাকা তৈরির মেশিনসহ ২ জনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) কে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ঘটনাস্থলে গিয়ে র‌্যাব বিপুল পরিমাণ ইন্ডিয়ান ও বাংলাদেশী জাল টাকাসহ জাল নোট তৈরীর সরঞ্জামাদি জব্দ করে। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও একই বাসার দুই তলার মিনাল হোসেন জানান, রাজধানীর শ্যামপুরের পোস্তগোলার ৬৫ রাজাবাড়ির ৭ তালার ফ্লাটে দীর্ঘদিন ঘরে জাল টাকা তৈরি করে আসছিলেন ওই ২ জন। গতকাল রাতে তাদের ফ্লাট থেকে খুব বাজে গন্ধ আসতে থাকে। সকালেও কয়েকজন মিলে ৭ তলার ফ্ল্যাট খোঁজ নিতে যাই। লোকজনের উপিস্থিতি টের পেয়ে দীর্ঘ সময় দরজা নক করলেও ভেতর থেকে দরজা খুলছিলনা।বাহির থেকে দরজার নক করা বন্ধ করলে সেই সুযোগে তারা পালিয়ে পাশের ভবনে লুকানোর চেষ্টা করে। এ সময় তাদের এলাকাবাসী ধরে ফেলে। পরে তাকে তল্লাসি করে অনেক জাল টাকা পাওয়া যায়। এলাকাবাসীর চাপের মুখে এক সময় ভয়ে জাল নোট বানানোর বিষয়টি ২ জনই স্বীকার করলে এলাকাসীরা র‌্যাবকে খবর দেয়। র‌্যাব ১০ এখনো অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

অভিযান শেষ হলে র‌্যাবের পক্ষ থেকে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানা যায় ।

আরআর/এএস