• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১২, ২০১৯, ০৩:১২ পিএম

আট মাসে এডিপি বাস্তাবায়ন হয়েছে ৭০ হাজার কোটি টাকা

আট মাসে এডিপি বাস্তাবায়ন হয়েছে ৭০ হাজার কোটি টাকা
- ফাইল ছবি

 

চলতি অর্থবছরের প্রথম আট মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৭০ হাজার ৭৭২ কোটি টাকা। এডিপি বাস্তবায়নের হার ৩৯.১৩ শতাংশ। 

মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন একনেক সভা শেষে এডিপি বাস্তবায়নের তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, গত বছর এই সময়ে এডিপি বাস্তবায়ন করা হয়েছিল ৬০ হাজার ৩৭২ কোটি টাকা। আর বাস্তবায়নের হার ছিল ৩৮ দশমিক ০১ শতাংশ। গত বছরের তুলনায় এ বছরে প্রথম আটমাসে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে। চলতি অর্থবছরের (২০১৮-১৯) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারি তহবিলের বরাদ্দ ছিল ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। সেখান থেকে সংশোধিত এডিপিতে ২৮ হাজার ৭৩৪ কোটি টাকা বাড়িয়ে চাহিদা দেয়া হয়েছে এক লাখ ৪১ হাজার ৭৩৪ কোটি টাকা।

বৈদেশিক সহায়তার ক্ষেত্রে বরাদ্দ ছিল ৬০ হাজার কোটি টাকা। সেখান থেকে ৯ হাজার কোটি টাকা কমিয়ে চাহিদা দেয়া হয়েছে ৫১ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রে বরাদ্দ ছিল ৭ হাজার ৮৬৯ হাজার টাকা। সেখান থেকে ৫৭ হাজার কোটি টাকা কমিয়ে চাহিদা দেয়া হয়েছে ৭ হাজার ৮১১ কোটি টাকা।

এআই/এএস