• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০১৯, ০৬:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০১৯, ১২:৫৫ এএম

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

রমজানে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

রোববার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত্র আদেশ জারি করেছে। এরইমধ্যে এই নির্দেশনা দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়, ‘‘হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসে দেশে ব্যবসারত সব ব্যাংকের কার্যক্রমে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

রোজার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে।

এআই/এসএমএম