• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৮:৩২ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২০, ২০১৯, ০৮:৩২ এএম

ভ্যাট দিতে হবে পাঠাও-উবারকেও  

ভ্যাট দিতে হবে পাঠাও-উবারকেও  

চলতি অর্থবছরের বাজেটে পাশ হওয়া নতুন ভ্যাট আইনে পাঠাও, উবারে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এই ভ্যাট যাত্রী কিংবা পাঠাও অথবা উবারের চালককে দিতে হবে না। এই ভ্যাট পরিশোধ করবে অ্যাপস সেবাদাতা প্রতিষ্ঠান উবার ও পাঠাও। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, রাইড শেয়ারিং অ্যাপস পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকার ওপরেই শুধু ভ্যাট বসবে। চালকের প্রাপ্ত ভাড়ার টাকার ওপর কোনো ভ্যাট বসবে না। ভ্যাট যাত্রীদের দেয়া ভাড়ার ওপর বসবে না। আর রাইড শেয়ারিং অর্থ হলো কোনো ইন্টারনেট বা ওয়েব বা অনলাইন প্ল্যাটফর্ম বা মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যক্তিমালিকানাধীন মোটরযানের মাধ্যমে প্রদত্ত যাত্রী পরিবহন সেবা। এই ধরনের সেবা দিতে ব্যক্তিগত পরিবহনের মালিক নিজে বা চালক দিয়ে অ্যাপস ব্যবহার করে যাত্রী পরিবহন করেন।

যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে ভাড়া প্রদান করেন। সেই ভাড়ার একটি অংশ উবার, পাঠাওয়ের মতো অ্যাপসভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পায়। সেই সেবা প্রতিষ্ঠানের প্রাপ্ত আয়ের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপিত হবে।

এআই/বিএস 
 

আরও পড়ুন