• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৯:০৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ০৯:০৩ পিএম

সিপিডির আয়ের উৎস জানতে চান অর্থমন্ত্রী

সিপিডির আয়ের উৎস জানতে চান অর্থমন্ত্রী
সিপিডির লোগো ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর আয়ের উৎস জানতে চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, তারা কিভাবে কোন জায়গা থেকে আয় করে তা জানতে হবে। 

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারেরও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো সরকারের আয় দিয়ে পরিচালিত হয়। কিন্তু সিপিডি পরিচালিত হয় কীভাবে? তাদের আয়ের উৎস কী? তারা এ পর্যন্ত কত জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন?’

অর্থমন্ত্রী বলেন, সিপিডি সব সময় তাদের নিজের মতো করে চলে। কিন্তু আমি যার নুন খাই তার গুণ গাই।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন প্রমাণিত। কারণ গত ১০ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধি এর বড় প্রমাণ। জিডিপি অর্জনে কোনও ম্যাজিক নেই। দেশের ঋণাত্মক সূচকগুলো না প্রকাশ করে বিশ্ব পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের উন্নয়নকে তুলনা করুন।

রফতানি সামান্য কমেছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, এ সময় শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই রফতানি কমেছে। তবে আগামী ৫ বছরের মধ্যে রফতানি বাড়বে। বাংলাদেশের অর্থনীতির চেহারাও বদলে যাবে।

মন্ত্রী বলেন, সিপিডি শুধু নেতিবাচক কথা বলে। আমি তাদের বলবো সমস্যা নিয়ে কথা না বলে সমাধানের বিষয়ে যেন তারা পরামর্শ দেন।

বিএস