• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২০, ১২:৪৮ পিএম

স্বর্ণের দাম ভরিতে বাড়লো দেড় হাজার টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়লো দেড় হাজার টাকা
স্বর্ণের দাম ক্রমশই হাতের নাগালে চলে যাচ্ছে ● সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড করতে যাচ্ছে। ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রতি ভরি স্বর্ণের দাম হবে সাড়ে ৬১ হাজার টাকা।

বাজুস বলছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬১ হাজার ৫২৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৫৪ হাজার ১৭৯ টাকা।

বাজুসের বক্তব্য, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে সোনার দাম বাড়ানো হয়েছে।

সর্বশেষ ৫ জানুয়ারি (রোববার) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

গত বছরের জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে ৪ দফায় স্বর্ণের দাম বাড়ায় বাজুস। 

এসএমএম