• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৮, ২০২০, ০৩:০১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০২০, ০৩:০১ পিএম

সোমবার আবার বসছে সংসদের মুলতবি বৈঠক

সোমবার আবার বসছে সংসদের মুলতবি বৈঠক
জাতীয় সংসদ ভবন ● ফাইল ছবি

পাঁচ দিন বিরতির পর সোমবার (২৯ জুন) বসছে সংসদের মুলতবি বৈঠক। বেলা ১১টায় বসবে সংসদের এ মুলতবি বৈঠক।

এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এই মুলতবি দেয়া হয়।

গত ১০ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১১ জুন নতুন অর্থ-বছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এরপর দু’দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়।

গত ১৫ জুন নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল পাস হয়। এরপর ১৬ জুন থেকে নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। ১৭ জুন, ২২ জুন, ২৩ জুন ও ২৪ জুন ওই আলোচনা চলে।

মুলতবি দেয়ার পর ২৯ জুন (সোমবার) অর্থবিল ও ৩০ জুন (মঙ্গলবার) মূল বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) এর পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘণ্টা সাধারণ আলোচনা চলতে পারে। আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের এরই মধ্যে তারিখ ও সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। ৯ জুলাই (বৃহস্পতিবার) বাজেট অধিবেশন শেষ হতে পারে বলে জানা গেছে।

এসএমএম

আরও পড়ুন