• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১২, ২০২০, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১২, ২০২০, ০৮:১৬ পিএম

দেলোয়ার হুসেন সাফা‍‍`র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

দেলোয়ার হুসেন সাফা‍‍`র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
একেএম দেলোয়ার হুসেন

একেএম দেলোয়ার হুসেন এফসিএমএ দক্ষিণ এশীয় ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

গতকাল সাফার ৬৩তম বোর্ড সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে ফেডারেশন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে।

প্রকাশিত বিবৃতির তথ্য অনুসারে, দেলোয়ার হুসেন ২০২১ সালের জন্য উক্ত ফেডারেশনের সভাপতি নির্বচীত হবেন।

সাফা দক্ষিণ আফ্রিকার আটটি দেশের আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) অঞ্চলে পেশাদার অ্যাকাউন্টিং সংস্থাগুলির একটি ফোরাম।

হিসাবরক্ষণের মান এবং অনুশীলনের সমন্বয় সাধনের মাধ্যমে এই ফেডারেশন জনস্বার্থে এবং অত্র অঞ্চলের ব্যাপক অর্থনৈতিক বিকাশে কাজ করে।

 ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা মূলত কার্যক্রমের ক্ষেত্রে নতুন কোনো মান নির্ধারণ করে না, বরং সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং-এর নির্ধারিত মান গ্রহণের মাধ্যমে ক্রমন্বয়িক উন্নয়নের ধারা অব্যাহত রাখার কাজ করে থাকে।

দেলোয়ার  হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং ম্যানেজমেন্টে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

প্রবীণ পেশাগত ব্যয় এবং পরিচালন হিসাবরক্ষক ২০০৪ এবং ২০১৩ এর জন্য বাংলাদেশের ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের সভাপতি ছিলেন।

তিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান এবং রূপালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১০ সালে বাংলাদেশের জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সদস্যও ছিলেন।

বর্তমানে তিনি বুয়েট, ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি বিডি লিমিটেডের ফিনান্স কমিটির সদস্য এবং রাজ্য মালিকানাধীন উদ্যোগের পরামর্শক কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বরত আছেন।

এসকে