• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৯, ০৭:০৭ পিএম

ওষুধের কাঁচামালে ৩৬০ দিন মেয়াদে ঋণ পাবেন আমদানিকারকরা

ওষুধের কাঁচামালে ৩৬০ দিন মেয়াদে ঋণ পাবেন আমদানিকারকরা
প্রতীকী ছবি

 

ওষুধ শিল্প বিকাশে এর কাঁচামাল আমদানিতে ৩৬০ দিন মেয়াদি ঋণ প্রদানে নির্দেশনা এসেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার ব্যাংকগুলোর প্রধান কার্যালয় বরাবর প্রেরণ করা হয়েছে।  

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মো. খুরশিদ ওয়াহাব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ‌'ন্যাশনাল এক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই)' এবং ‌'ল্যাবরেটরি রিএজেন্ট প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট পলিসি' চালু করেছে। সে মোতাবেক এখন থেকে ওষুধের কাঁচামাল আমদানিতে ৩৬০ দিন মেয়াদি ঋণ প্রদানে আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।  
 
কেএ/আরআই