• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১২:০২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০২১, ০৬:০৪ এএম

নাগালের বাইরে ব্রয়লার মুরগিও

নাগালের বাইরে ব্রয়লার মুরগিও
ফাইল ফটো

মাসের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন বাজারে চাহিদা ও যোগানের ঘাটতির কারণেই দাম বেড়েছে।

পোলট্রি খামারিরা বলছেন করোনাভাইরাস (কোভিড-১৯)-এর কারণে গত দুই বছরে ক্ষুদ্র খামারিদের অনেকেই ব্যবসা গুটিয়ে নেয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে।

এক মাসের মধ্যে দাম কমার আশা করছেন তারা।

ঢাকার বাজারে প্রতি সপ্তাহে বাড়ছে ব্রয়লার সহ সব রকম মুরগির দাম। এক মাসের ব্যবধানে সব রকম মুরগিতে দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেড়েছে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ব্রয়লারের কেজি ছিল ১২০ টাকা। এখন সেটি দুইশ’ টাকা। ২২০ টাকার সোনালি মুরগির দাম বেড়ে হয়েছে কেজি প্রতি ৩২০ টাকা।

হঠাৎ করে অস্বাভাবিক দাম বাড়ার কারণ খুজে পাচ্ছে না ক্রেতারা।

বাড়তি দামের কারণে অনেকে বাজার তালিকা থেকে মুরগি বাদ দিচ্ছেন। সে সাথে নজরদারি চাইছেন তারা।

পোলট্রি খামারিরা বলছেন করোনার দুই বছরে দেশের প্রান্তিক পর্যায়ের ছোট ছোট অনেক খামারই বন্ধ হয়ে গেছে। এতে উৎপাদনে ৩০ থেকে ৪০ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে।

বাজারে কমেছে মুরগির সরবরাহ। দাম বাড়ার এটাই কারণ।

জাগরণ/এমএ