• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৫:১৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৭, ২০২১, ০৫:১৭ পিএম

হু হু করে বাড়ছে টাকার বিপরীতে ডলারের দাম

হু হু করে বাড়ছে টাকার বিপরীতে ডলারের দাম
প্রতীকী ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর প্রাথমিক ধকল কাটিয়ে ওঠার পর ব্যবসা-বাণিজ্য সহ বিদেশ ভ্রমণ স্বাভাবিক হয়ে আসায় টাকার বিপরীতে ডলারের দাম হু হু করে বেড়েই চলছে।

বর্তমানে মুদ্রা বেচাকেনার খোলা বাজারে এক ডলার বিক্রি হচ্ছে ৯১ টাকায়। 

সংশ্লিষ্টরা বলছেন, দেশে করোনার প্রকোপ কমায় পুরোদমে ব্যবসা-বাণিজ্য চালু হয়েছে। আবার চাহিদা অনুযায়ী যোগানও সীমিত। আর এসব কারণেই ডলারের দাম বাড়ছে। 

ডলারের দাম বাড়াকে সাময়িক বলছেন বিক্রেতারা। তবে, বিশ্লেষকদের শঙ্কা এতে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। তাই এখনই লাগাম টানার পরামর্শ তাদের। 

বর্তমানে রাজধানীর মানি চেঞ্জার হাউজগুলোতে বিক্রেতার যেন দম নেবার ফুরসৎ নেই। সকাল থেকেই ডলার কিনতে গ্রাহকের ভিড়। কিন্তু সে অনুযায়ী ডলার দিতে পারছেন না তারা।  

গেল আগস্টে প্রতি ডলার কিনতে খরচ হতো ৮৪ টাকার মতো। যা এখন ব্যাংক ভেদে প্রায় ৮৮ টাকায় বিক্রি হচ্ছে। আর খোলা বাজারে এই দাম  ঠেকেছে ৯০ টাকায়। 

ব্যাংকাররা বলছেন, মুদ্রাবাজারে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। একদিকে প্রবাসী আয় কিছুটা কম।

পণ্য আমদানির জোয়ার। সব মিলিয়ে এ অবস্থা চলতে থাকলে নিত্য পণ্য সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা।

তারা বলছেন, বৈদেশিক এ মুদ্রার বাজার নিয়ন্ত্রণে টাকার মান কমাতে না পারলে সামগ্রিক অর্থনীতির ভারসাম্য আনা সম্ভব হবে না।

জাগরণ/এমএ