• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৯, ০৮:০৭ পিএম

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

সৌদিতে কাস্টমস জেরার মুখে বাংলাদেশিরা

সৌদিতে কাস্টমস জেরার মুখে বাংলাদেশিরা


সৌদি আরবে গিয়ে দেশটির শুল্ক (কাস্টমস) কর্মকর্তাদের জেরার মুখে পড়ছে বাংলাদেশি যাত্রীরা। তাদের বহন করা পণ্যের মূল্যমান ৬০ হাজার রিয়ালের বেশি হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। 

এমন অবস্থা নিরসনে বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের পরামর্শ প্রদানের জন্য সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেওয়া হয়।

বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. কাউছার মতিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৌদি আরবে গমনকারী যাত্রীদের সঙ্গে নগদ অর্থ ও গহনাসহ বহন করা অন্যান্য সকল পণ্যের মূল্য হতে পারবে অনধিক ৬০ হাজার সৌদি রিয়াল। এ ব্যাপারে আপনাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।

কেএ/আরআই