• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৯, ০৮:০১ পিএম

‘অনাবাসীদের ভূমিসেবা দিতে অনলাইন প্ল্যাটফর্ম’ 

‘অনাবাসীদের ভূমিসেবা দিতে অনলাইন প্ল্যাটফর্ম’ 
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ -ছবি : জাগরণ


অনাবাসী বাংলাদেশিদের ভূমিসেবা দিতে অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, ভূমি মন্ত্রণালয় থেকে পুরো ব্যবস্থাটি মনিটরিং করা হবে। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে ভূমিমন্ত্রীর সঙ্গে অনাবাসী সিআইপিদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ সব কথা বলেন। 

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহতাবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান মিয়া এবং মোহামেদ সেলিম, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবীবসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

সৌজন্য সাক্ষাৎকালে সিআইপিদের কাছে ভূমিজনিত বিভিন্ন সেবা সহজীকরণে ভূমি মন্ত্রণালয়ের নানা ধরনের সমাপ্ত প্রকল্প এবং ভবিষৎ পরিকল্পনার কথা তথ্য তুলে ধরেন ভূমিমন্ত্রী। এ সময় সাইফুজ্জামান চৌধুরী জানান, এ বিষয়ে তিন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। স্বল্পমেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি। ভূমি মন্ত্রণালয় গৃহীত পরিকল্পনাগুলো মূলত এ সব উদ্যোগেরই অংশ। 

এমএম/এসএমএম