• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:০৬ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১, ২০২৪, ১২:০৬ এএম

৬০ হাজার টন সার কিনছে সরকার

৬০ হাজার টন সার কিনছে সরকার
ছবি ● প্রতীকী

সৌদি আরব ও কাতার থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনায় অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে খরচ হবে ২২৪ কোটি টাকা। সাথে স্পট মার্কেট থেকে ৪২৯ কোটি টাকার এলএনজি কেনার সিদ্ধান্তও হয়েছে। 

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বৈঠকে ৬টি প্রকল্পের কেনাকাটার প্রস্তাব ওঠে। এছাড়া ১০৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুত বিভাগের ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবও অনুমোদন হয়েছে।

সাঈদ মাহবুব জানান, অপর এক প্রস্তাবে শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৪৭ দশমিক ৫ মার্কিন ডলার।

জাগরণ/অর্থনীতি/এসএসকে