• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৯, ০১:৫৪ পিএম

বীমা খাতে সোনালী লাইফের ভ্যাট ফাঁকি দেড় কোটি টাকা

বীমা খাতে সোনালী লাইফের ভ্যাট ফাঁকি দেড় কোটি টাকা

 

বীমা খাতের কোম্পানি সোনালী লাইফের ভ্যালু-অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ফাঁকির তথ্য উদঘাটন করেছে নিরীক্ষা গোয়েন্দা তদন্ত অধিদফতর। গত বছরে কোম্পানির ফাঁকি দেয়ার চিত্র এই প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে সুদসমেত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভ্যাট ফাঁকির পরিমাণ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে

সূত্র জানায়, সোনালী লাইফের হালনাগাদ তথ্য প্রদানের পর ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করার জন্য একটি দল গঠন করে। তারই প্রেক্ষিতে কোম্পানির ভ্যাট সংক্রান্ত তথ্য-উপাত্ত যাচাই করে ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত মোট কোটি লাখ ৩২ হাজার ৬৪৬ টাকা ভ্যাট পরিহারের তথ্য উদঘাটন করে। এই অর্থের বিপরীতে শতাংশ হারে সুদের পরিমাণ ৬৭ লাখ ৬০ হাজার ৭৩৯ টাকা যা আদায়যোগ্য বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে ওই নিরীক্ষা প্রতিবেদনে।

সুদসহ প্রতিষ্ঠানটির কাছে সরকারের রাজস্ব পরিমাণ দাঁড়িয়েছে কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৩৮৫ টাকা। এই টাকা সরকারি কোষাগারে প্রেরণের জন্য মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ৩৭ এর উপধারা () এবং ৫৫ ধারা অনুযায়ী নিস্পত্তি করতে বলা হয়েছে। 

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা অজিত চন্দ্র আইচ ভ্যাট ফাঁকির বিষয়ে জানতে চাইলে জাগরণকে বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা ব্যবসা করছি, সরকার আমাদের কাছে পাবে এটা তো স্বাভাবিকই। বকেয়া রয়েছে তবে সরকারের এই পাওনা শিগগিরই পরিশোধ করা হবে

এআই/এসএমএম